১১ ডিসেম্বর ২০১৮

Jagorani Chakra Foundation.

পদের নামঃ 
স্বাস্থ্য কর্মকর্তা (নারী).

Vacancies:
03
Last Date
    18  December 2018.
Job Source
SACMO jobs (11 Decemember 2018).

Job Context
  • জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় অন্যতম একটি বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় স্বাস্থ্য সহায়তা প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় `স্বাস্থ্য কর্মকর্তা` পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
  • প্রকল্পের নাম: স্বাস্থ্য সহায়তা প্রকল্প
Job Responsibilities
  • সমিতি পরিদর্শন ও উঠান বৈঠকের মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং তাদের স্বাস্থ্য জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  • সরকারী বেসরকারী স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা/কর্মীদের সাথে কার্যগত সুসম্পর্ক রাখা।
  • উপকারীভোগী পরিবারে গর্ভবতী ও প্রসুতি মায়েদের স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা।
  • কর্তৃপক্ষের/ প্রকল্পের চাহিদা মোতাবেক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্ত্তত ও প্রেরণ।
  • কর্মএলাকার ও উপকারভোগী পরিবারের মহিলা এবং শিশুদেও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
  • বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের সাথে যোগাযোগ ও কাজের সুসম্পর্ক নিশ্চিত করা।
  • উপকারভোগীদের চেকআপের মাধ্যমে সংস্থার প্রত্যাশিত রোগী বাছাই করা এবং তাদের অপারেশন করানো, সুস্থ্য করে বাড়ী পাঠানো ও পরবর্তীতে ফলোআপ করা।
  • সংস্থার অন্যান্য স্টাফদের সাথে কাজের সমন্বয় এবং সুসম্পর্ক বজায় রাখা।
  • কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক মিটিং, সেমিনার, প্রশিক্ষণ অংশগ্রহন করা।
Employment Status
Full-time
Educational Requirements
  • মেডিক্যাল এসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্স/ MATS/ নার্সিং ডিপ্লোমা/ প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
Additional Requirements
  • Age at most 35 years
  • Only females are allowed to apply
  • স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মটরসাইকেল চালনায় পারদর্শীতা, প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।
Job Location
কুমিল্লা, মাদারীপুর, মানিকগঞ্জ
Salary
  • মাসিক বেতন সর্বসাকূল্যে টাকা ১৪,৪০০/- এছাড়া প্রকল্প বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধাদি।

Apply Procedure:

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুইকপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, মূল নাগরিকত্ব সনদপত্র, সকল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে/ই- মেইলের ক্ষেত্রে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। 

ইতোপূর্বে দায়িত্বপালনে অনিয়ম করেছেন এবং শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। 

বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত/ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে। 
আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০ 
ই- মেইলে আবেদন পাঠানোর ঠিকানা : job.jcf@gmail.com

যেভাবে application লিখতে হবে > এখানে

Company Information:
Jagorani Chakra FoundationAddress : ৪৬, মুজিব সড়ক, যশোর।Web : www.jcf.org.bd