০৮ আগস্ট ২০১৮

Shakti Foundation for Disadvantaged Women.

Post: সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা.



Vacancy: 01.


Application Deadline: Aug 19, 2018


Job Source: SACMO jobs (08 Aug 2018).


Job Location: কুমিল্লা.


Job Context:
দায়িত্ত্বের সারাংশঃ স্বাস্থ্য সহকারী হিসেবে তিনি পরিবারের স্বাস্থ্য সেবার উল্লখেযোগ্য উপ-খাতগুলো যেমন-সময়ে সময়ে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্য ক্যাম্প করা, জীবন রক্ষাকারী ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত ঔষধ সরবরাহ, অপুষ্টি রোধে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল সাপি¬মেন্টস, কৃমিনাশক সরবরাহ, নিরাপদ পানি এবং স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, গর্ভবতী নারীর পুষ্টি সাপ্লি¬মেন্ট দেয়া, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে সহায়তা দেয়া, সম্ভাব্য ক্ষত্রেে জরুরী প্রয়োজনে হাসপাতাল এবং/অথবা এম্বুলেন্স ভিত্তিক Referral সুবিধা প্রদান, পরিবার পরিকল্পনার জন্য ব্যাপক প্রচারণা বা উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচী চালু করা (বিশেষ করে চর এবং গ্রাম এলাকায়) প্রভৃতি বিষয়ে তিনি সার্বিক দায়িত্ত্ব পালন করবেন। তিনি এ কর্মসূচির জন্য নিযুক্ত সমন্বয়কারীর নিকট জবাবদিহি করবেন।


Job Responsibilities:
  • এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক স্থাপন;
  • সমৃদ্ধি কর্মসূচির আওতাভুক্ত কর্মএলাকায় দরিদ্র নারী-পুরুষদের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং সরকারী /বেসরকারী পর্যায়ে প্রচলিত স্বাস্থ্য সেবার সাথে সমন্বয় সাধন;
  • সংক্রামক ও অসংক্রামক রোগের প্রতিরোধ পদ্ধতি, শিশু, কিশোর-কিশোরী, সকল ধরনের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং বয়স্কদের পরিচর্যা, পুষ্টি, নিরাপদ পানি ও সঠিক পয়ঃনিষ্কাসন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য উপকারভোগীদেরকে অব্যাহতভাবে স্বাস্থ্যসবো প্রদানের ব্যবস্থা গ্রহণ;
  • বিভিন্ন বয়সী এবং মহিলাগণের পর্যাপ্ত পুষ্টি (প্রয়োজনীয় ক্যালরী, প্রেষ্টিন, ভিটামিন ও খনিজ) সরবরাহের লক্ষ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা, শিশুদের পুষ্টিকনা সরবরাহ, পুষ্টিমান সম্পন্ন খাদ্য প্রস্তুত প্রণালী, বসত বাড়ীতে সবজি চাষ, মাছ-মাংস, হাঁস-মুরগী/গবাদি পশু পালন ইত্যাদির সমন্বিত কার্যক্রম গ্রহণ;
  • মাসে একবার বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ক্যাম্পেইন করে মা ও শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ দ্বারা সহজ শর্তে সেবা প্রদানের ব্যবস্থা করা;
  • স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য সেবা প্রদান;
  • বাড়ীতে গিয়ে বা সভা করে প্রাথমিক স্বাস্থ্য সর্ম্পকে আলোচনা করা, যেমন-পায়খানায় যাওয়ার সময় পায়ে স্যান্ডেল ব্যবহার করা, পায়খানা থেকে আসার পর হাত সাবান অথবা ছাই দিয়ে পরিষ্কার করা, খোলা জায়গায় পায়খানা না করা, খাবার ঢেকে রাখা, খাদ্য গ্রহণ করার পূর্বে হাত সাবান অথবা ছাই দিয়ে পরিষ্কার করা, আর্সেনিক এবং জীবাণুমুক্ত পানি ব্যবহার করা, হাতের নখ ও চুল কাটা, শাক-সবজি ভালমত ধুয়ে সিদ্ধ করা, পানিবাহিত রোগসমূহ সর্ম্পকে আলোচনা করা ইত্যাদি স্বাস্থ্য বিষয়ে উপকারভোগীদের জ্ঞান দান করা;
  • স্থানীয় চিকিৎসক বা ধাত্রীদের সাথে কার্যক্রমের সমন্বয় করা;
  • বাড়ীতে খাবার স্যালাইন তৈরী পদ্ধতি বা নিয়মকানুন বিষয়ে বিস্তারিত আলোচনা;
  • সময়ে সময়ে সংশিèষ্ট পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা;
  • উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক, জীবন রক্ষাকারী ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত ঔষধ, অপুষ্টি রোধে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সাপ্লি¬মেন্টস সরবরাহ করা;
  • দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন সংক্রামক রোগ যেমন- যক্ষ্মা, হাম, পোলিও, বসন্ত; পানিবাহিত রোগ যেমন- ডায়রিয়া, জন্ডিস, আর্সেনেকোসিস, প্রাণীবাহিত রোগ যেমন- বার্ডফ্লু, সোইনফ্লু ইত্যাদি প্রতিরোধের লক্ষ্যে টিকা, নিরাপদ পানি সরবরাহ এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা করা;
  • দরিদ্র পরিবারের সকলের কৃমি দমন ও চর্মরোগ নির্মুলের লক্ষ্যে বিনামূল্যে বছরে দুইবার কৃমিনাশক এবং চর্মরোগ প্রতিষেধক প্রদানের উদ্যোগ গ্রহণ;
  • নিরাপদ পানি এবং স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার কার্যক্রম বাস্তবায়ন;
  • গর্ভবতী নারীর পুষ্টি পুষ্টি সম্পর্কে আলোচনা;
  • নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে সহায়তা দেয়া;
  • সম্ভাব্য ক্ষেত্রে জরুরী প্রয়োজনে হাসপাতাল এবং/অথবা এম্বুলেন্সভিত্তিক Referral সুবিধা প্রদান;
  • পরিবার পরিকল্পনার জন্য ব্যাপক প্রচারণা বা উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচী চালু করা (বিশেষ করে চর এবং গ্রাম এলাকায়) ;
  • গর্ভবর্তী মা ও শিশুদের পুষ্টি সম্পর্কে আলোচনা করা ও প্রাথমিক সেবা প্রদান করা;
  • অসুস্থ রোগীকে প্রাথমিক সেবা প্রদানসহ সরকারী বা বেসরকারী হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকে ভর্তি হতে সহায়তা করা;
  • গর্ভবতী মা ও যে কোন মারাত্মক অসুস্থ্য রোগীকে সরকারী হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উৎসাহিত ও সহায়তা করা;
  • গর্ভোত্তর মায়ের পুষ্টি সম্পর্কে আলোচনা ও স্বাস্থ্যসেবা প্রদান;
  • জাতীয় টিকা দিবসে শিশুদের টিকাদানের জন্য সাহায্য করা;
  • কর্মসূচি সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ত্ব যথাযথভাবে পালন করা।

Employment Status: Full-time.

Educational Requirements:
  • Diploma in Medical Technology
  • স্বাস্থ্যসবোয় অভজ্ঞি সম্পন্ন ব্যক্তদিরে অগ্রাধীকার দেওয়া হবে

Additional Requirements:
  • Age at most 32 years
  • কুমিল্লা জেলার তিতাস উপজেলার ইউনিয়ন পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

Salary: Tk. 17000 (Monthly).

Compensation & Other Benefits:
  • T/A, Mobile bill
  • Festival Bonus: 2(Yearly)

Apply Procedures:

চাকুরীর আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ছবিসহ অনুগ্রহপূর্বক কুরিয়ার করে প্রেরণ করুন (খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে)।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা। 

সিনিয়র ডিরেক্টর 
এইচ.আর ডিপার্টমেন্ট 
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন 
বাড়ী # ৪, রোড # ১ (মেইন রোড), ব্লক # এ, সেকশন # ১১, মিরপুর, ঢাকা-১২১৬।

(যেভাবে application লিখবেন > এখানে )


Company Information:
Shakti Foundation for Disadvantaged Women.Address : হাউজ # ৪, রোড # ১ (মেইন্ রোড), ব্লক # এ, সেকশন - ১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬Web : www.sfdw.org