২২ নভেম্বর ২০১৭

সোসাইটি ফর -------- ট্রেনিং (সোপিরেট).

সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা 


খালি পদ: ০৩ 


শেষ তারিখ: ১১ ডিসেম্বর, ২০১৭ 


উৎস: এখানে   বিডিজবস (২২ নভেম্বর, ২০১৭) 


Job Context:
  • সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য ,দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদ প্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচীর জন্য উল্লেখিত পদে সংস্থার কর্ম এলাকায় জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
  • কর্মএলাকা : লক্ষ্মীপুর জেলার লাহারকান্দি ইউনিয়ন।

Job Nature: Full-time.

Educational Requirements: স্বাস্থ্য বিষয়ে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা পাশ।

Experience Requirements: Na.

Job Requirements:
  • Age At most 35 year(s)
  • Only males are allowed to apply.
  • সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কার্যক্রমে উদ্বুদ্ধকরণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
  • বাইসাইকেল চালনায় আগ্রহী হতে হবে।
Job Location: লক্ষ্মীপুর

Salary Range: Tk. 17000

Other Benefits: মাসিক যাতায়াত ও মোবাইল বিল প্রদান করা হবে।


Apply instruction:
আগ্রহী প্রার্থীগণকে আগামী ১১ই ডিসেম্বর - ২০১৭ইংতারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০
এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতো পূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

(যেভাবে application লিখবেন > এখানে)


Company Information:
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট).