০৩ জুন ২০১৮

SOPIRET.

সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা .


Vacancies: 03.

Application Deadline : June 14 , 2018.


Source : SACMO jobs (03 June , 2018).

Job Context:
  • সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচীর জন্য উল্লেখিত পদে সংস্থার কর্ম এলাকায় জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
  • কর্মএলাকা: লক্ষ্মীপুর জেলার নোয়াগাঁও ইউনিয়ন।

Job Responsibilities: প্রযোজ্য নয়।
Employment Status: Full-time.
Educational Requirements: স্বাস্থ্য বিষয়ে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা পাশ।
Experience Requirements: Na.
Additional Requirements:
  • Age at most 35 years
  • Only males are allowed to apply
  • সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কার্যক্রমে উদ্বুদ্ধকরণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
  • ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।
  • চাকুরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) জমা দিতে হবে।

Job Location: লক্ষ্মীপুর.
Salary: Tk. 17000 (Monthly).
Compensation & Other Benefits: মাসিক যাতায়াত ও মোবাইল বিল প্রদান করা হবে।

Apply instructions:আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৪ ই জুন- ২০১৮ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক, বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০. অথবা সংস্থার ঢাকা কার্যালয়; ৮/৩ সেগুনবাগিচা, রমনা, ঢাকা-১০০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। 
খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে। 
** যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।**

(যেভাবে application লিখবেন > এখানে )

Company Information:
SOPIRET.