১৮ ফেব্রুয়ারী ২০১৭

Resource Integration Centre.

Post: ডেপুটি এসিসটেন্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার


No of Vacancies: ০৫ জন


Job Deadline: Feb 20, 2017


Sources: এখানে  Chakri.com (Feb 16, 2017)


Job Description
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন নিয়োজিত বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং স্বাবলম্বী সমাজ উন্নয়ন সংস্থা (এসএসইউএস) কর্তৃক বাস্তবায়িত "পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের মাওয়া এবং জাজিরা পুনর্বাসন এলাকায় (কুমারভোগ, যশোলদিয়া, পশ্চিম নাওডোবা, বাখরেরকান্দি)" ৫টি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য উল্লেখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ এর নিমিত্ত আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে:


Job Requirements
আবেদনকারীর সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর (২০/০২/২০১৭ ইং তারিখে)
সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন এবং পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের কর্মএলাকায় অবস্থান করে কাজ করতে হবে।


Job Level: Entry


Job Nature: Full Time


Salary:
বেতনভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে।


Desired Education:
ডিপ্লোমা-ইন-মেডিক্যাল এ্যাসিসটেন্ট (ষ্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি কর্তৃক অনুমোদিত)


Apply Instructions:
আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ২০/০২/২০১৭ইং এর মধ্যে পরিচালক বরাবর (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল সার্টিফিকেট (শিক্ষাগত ও অভিজ্ঞতা)-এর ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিগ্রস্ততার প্রমাণ হিসেবে পরিচয় পত্রের কপি সংযুক্ত করে) দরখাস্ত সরাসরি অথবা ডাকযোগে সংস্থার "মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-২০, সড়ক-১১ (নতুন), ৩২ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯"-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

যেভাবে দরখাস্ত লিখবেন, তা জানতে এখানে click করুন