০৬ এপ্রিল ২০১৭

KMSS.

পদের নামঃ প্যারামেডিকস/ সুপারভাইজার



খালি পদ: ০১



শেষ তারিখ: ১৪ এপ্রিল, ২০১৭



উৎস: এখানে  বিডি জবস (৫ এপ্রিল, ২০১৭)



চাকরির প্রাসঙ্গিক বর্ণনাঃ

কেএমএসএস একটি জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা যা ১৯৯৭ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। KMSS-NFM TM TB Control Program, GFATM Project এ ঢাকা ও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘ দিন ধরে কাজ করছে। এ প্রকল্পের আওতায় Reduction of TB prevalence by 6% by 2017 কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য উল্লেখিত পদে লোক নিয়োগ করা হবে।



চাকরির ধরণঃ ফুল টাইম



শিক্ষাগত যোগ্যতাঃ

প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে আঠারো (১৮) মাস মেয়াদী ডিপ্লোমা ইন প্যারামেডিকস ডিগ্রীধারী হতে হবে অথবা ডিগ্রী পাশ হতে হবে।

অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছর



অন্যান্য যোগ্যতাঃ

৩৫ বছর অথবা এর নীচে১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।



বেতন সীমাঃ সর্বসাকুল্যেঃ ১২,০০০/



আবেদনের নিয়মাবলীঃযোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৪.০৪.২০১৭ ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীনব বৃত্তান্ত, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, আবেদনপত্র, সিভি/বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, দুই (০২) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও মোবাইল নম্বরসহ নির্বাহী পরিচালক, KMSS, ৩৬, শের এ বাংলা রোড, খুলনা-৯১০০ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে প্রেরনের জন্য বলা হলো। যোগ্য প্রার্থীদেরকে চিঠি/ মোবাইল ফোন / ই-মেইলের মাধ্যমে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। কেএমএসএস কর্তৃপক্ষ যে কোন সময় কোন কারণ ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষন করে। শিক্ষা ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেনী গ্রহন যোগ্য নয়। 


বিঃ দ্রঃ প্রার্থীর ব্যক্তিগত যোগাযোগ বা অন্য কোন অনিয়মতান্ত্রিক যোগাযোগ অযোগ্যতা বলে বিবেচিত হবে। -কেএমএসএস কর্তৃপক্ষ 


E-mail:kmss.khulna@gmail.com 

Web: http://www.kmssbd.org 

Khulna Mukti Seba Sangstha 

০১৯১১৫৭৯৫৯৫


যেভাবে apply কররে সুন্দর হবেঃ বিস্তারিত এখানে